শিল্প সম্পর্ক শিক্ষায়নের সংক্ষিপ্ত ইতিহাস
প্রতিষ্ঠাকাল : ০৯ আগষ্ট, ১৯৬৩ সন ।
অবস্থান : রাজধানী ঢাকা হতে ২১ কিলোমিটার উত্তরে তুরাগ নদীর তীরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সেতুর ঠিক উত্তর পশ্চিম কোণে অবস্থিত।
মোট জমির পরিমান : ৫.৭০ একর।
উদ্দেশ্য : শিল্পে শান্তি ও নিরবিচ্ছিন্ন উৎপাদন বৃদ্ধির মাধ্যমে উপযুক্ত শ্রম পরিবেশ সৃষ্টি করে দেশকে সমৃদ্ধশালী করতে, যাতে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সর্বোপরি সামষ্টিক জাতীয় উন্নয়নের মাধ্যমে সুন্দর আগামীর বিনির্মানকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি এবং সাধারণ শ্রমিকদের শ্রম আইন, শিল্প সম্পর্ক, শ্রম প্রশাসন, শ্রম ব্যবস্থাপনা, শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা, শ্রম কল্যাণ, পরিবেশ আইন, শিল্প আইন ইত্যাদি বিষয়ে যথোপযুক্ত প্রশিক্ষণ প্রদান করাই এ শিক্ষায়তনের উদ্দেশ্য।
পরিচালিত কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণঃ
এ শিক্ষায়তন থেকে প্রধানত: দু’ধরণের প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। যথা:-
(১) শিল্প কারখানা ও প্রতিষ্ঠান এবং শিল্প সম্পর্ক শিক্ষায়তনের নিজস্ব ভেন্যুতে ০৫ দিন মেয়াদী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্স ;
(২) শিল্প সম্পর্ক শিক্ষায়তনের নিজস্ব ভেন্যুতে ০৪ (চার) সপ্তাহ মেয়াদী শিল্প সম্পর্ক কোর্স;